নিজস্ব সংবাদদাতা ॥ বরিশালের গৌরনদী উপজেলা টরকী বন্দর থেকে সোমবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলা জামায়াতের সেক্রেটারী ও ভারপ্রাপ্ত আমীর হোমিও ডাক্তার সরোয়ার হোসেনকে আটক করেছে পুলিশ।
গৌরনদী থানার অফিসার ইনচার্জ (ওসি ) আবুল কালাম বলেন, নাশকতা সৃষ্টির আশঙ্কায় উপজেলা জামায়াতের ভারপ্রাপ্ত আমীর সরোয়ার হোসেনকে আটক করা হয়েছে। আজ মঙ্গলবার গ্রেফতারকৃত সরোয়ারকে ১৫১ ধারায় বরিশাল জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে সোপর্দ করা হবে।