নিজস্ব সংবাদদাতা ॥ “আগৈলঝাড়ার কোটি টাকার স্বর্ণের মুর্তি নিয়ে লুকোচুরি” শিরোনামে গতকাল মঙ্গলবার বিভিন্ন দৈনিকে সংবাদ প্রকাশের পর টনগ নড়েছে প্রশাসনের। অবশেষ মঙ্গলবার বিকেলে উপজেলা চেয়ারম্যান গোলাম মোর্তুজা খানের বাড়ি থেকে থানা পুলিশ মুর্তিটি উদ্ধার করেছে। তবে পুলিশের উদ্ধার করা গনেশ মুর্তিটি ঝকঝকে হওয়ায় এটি মাটির নিচ থেকে পাওয়া মুর্তিটি নাকি সদ্য তৈরি করা মুর্তি এ নিয়ে সর্বত্র গুঞ্জন দেখা দিয়েছে।
থানার এস.আই আলী আহম্মদ চেয়ারম্যান গোলাম মোর্তুজা খানের বরাত দিয়ে বলেন, থানায় জমা হওয়ার আগে মুর্তিটি উপজেলা চেয়ারম্যানের হেফাজতে ছিলো। বাকাল গ্রামে মুর্তিপ্রাপ্ত নয়নের চাচা বাবুল হাওলাদার, দুলাল দত্ত ও স্থানীয় ইউপি সদস্য রাজেশ্বর রায় কয়েকদিন পূর্বে চেয়ারম্যানের কাছে মুর্তিটি জমা দিয়েছিলো। এস.আই আরো জানান, অজ্ঞাত কারনে পুলিশকে বিষয়টি জানানো হয়নি। মঙ্গলবার কোটি টাকার মুর্তি সংক্রান্ত সংবাদ বিভিন্ন দৈনিকে প্রকাশিত হওয়ার পর চেয়ারম্যান থানায় খবর দিয়ে পুলিশের কাছে একটি গনেশ মুর্তি জমা দেয়। যার ওজন ১ কেজি ৮০ গ্রাম। তবে মুর্তিটি কোন ধাতবের তৈরী তা পুলিশ বলতে পারেননি।