Menu Close

বরিশালে দু’শ জামায়াত নেতা-কর্মীদের বিরুদ্ধে মামলা ॥ আমীরসহ গ্রেফতার-৩

নিজস্ব সংবাদদাতা ॥ বরিশাল নগরীর বাঘিয়া এলাকায় পুলিশের সাথে সোমবার সকালে জামায়াত-শিবিরের সংঘর্ষের ঘটনায় ওইদিন রাতে পুলিশ বাদি হয়ে ১১ জনের নাম উল্লেখ করে দু’শ জনকে অজ্ঞাতনামা আসামি করে থানায় মামলা দায়ের করেছেন।

মেট্রোপলিটন বিমান বন্দর থানার উপ-পরিদর্শক (এস.আই) আবুল খায়ের বাদি হয়ে এ মামলা দায়ের করেন। অপরদিকে গৌরনদী থানা পুলিশ সোমবার রাতে উপজেলা জামায়াতের সেক্রেটারী ও ভারপ্রাপ্ত আমীর ডাঃ সরোয়ার হোসেন সিকদারকে গ্রেফতার করেছে। নাশকতা সৃষ্টির লক্ষ্যে গোপন বৈঠক করার অভিযোগে তাকে গ্রেফতার করে গতকাল মঙ্গলবার সকালে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরন করা  হয়। অপরদিকে বানারীপাড়া থানা পুলিশ সোমবার রাতে উপজেলার সৈয়দকাঠি ইউনিয়নের ৫নং ওয়ার্ড জামায়াতের সভাপতি মোঃ ইউসুফ হাওলাদার (৩৮) ও জামায়াত কর্মী নুরুজ্জামান ফকিরকে (৫০) গ্রেফতার করেছে।

Related Posts