নিজস্ব সংবাদদাতা ॥ তিনদিনের ব্যবধানে এবার বরিশালের উজিরপুর উপজেলার গুঠিয়া সার্বজননী কালী মন্দিরে রাতের আধাঁরে অগ্নিসংযোগ করেছে অজ্ঞাতনামা দুস্কৃতকারীরা। স্থানীয়রা এ ঘটনায় বিএনপি ও জামায়াতকে দায়ী করে গতকাল মঙ্গলবার বিক্ষোভ করেছেন। পুলিশের উর্ধ্বতন কর্মকর্তা, হিন্দু-বৌদ্ধ-খ্রীষ্টান ঐক্য পরিষদ ও মানবাধিকার সংগঠনের নেতৃবৃন্দরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ ঘটনার পর থেকে ওই এলাকার সংখ্যালঘু সম্প্রদায়ের মাঝে চরম আতংক দেখা দিয়েছে।
মন্দির কমিটির সভাপতি সুধীর রঞ্জন মালাকার জানান, সোমবার দিবাগত গভীর রাতে অজ্ঞাতনামা দুস্কৃতকারীরা শ্যাম মালাকারের বাড়িতে অবস্থিত সার্বজননী কালী মন্দিরের বারান্দায় রাখা খরে আগুন ধরিয়ে দেয়। বিষয়টি বাড়ির লোকজনে টেরপেয়ে ডাকচিৎকার শুরু করলে এলাকাবাসি এগিয়ে এসে আগুন নিয়ন্ত্রনে আনেন। ফলে মন্দিরের বড়ধরনের কোন ক্ষয়ক্ষতি হয়নি। খবর পেয়ে মঙ্গলবার সকালে থানা পুলিশসহ জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ ঘটনায় মন্দির কমিটির সভাপতি সুধীর রঞ্জন মালাকার বাদি হয়ে ওইদিন দুপুরে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। উল্লেখ্য, গত শুক্রবার দিবাগত গভীর রাতে গৌরনদী উপজেলার পিঙ্গলাকাঠী এলাকার বোরাদী গরঙ্গল গ্রামের সার্বজননী দূর্গা মন্দিরে অগ্নিসংযোগ করে দুবৃত্তরা।