Menu Close

আগৈলঝাড়ায় স্ত্রীকে যৌণ হয়রানি প্রতিবাদ করায় স্বামীকে মারধর

নিজস্ব সংবাদদাতা ॥ স্ত্রীকে যৌণ হয়রানীর প্রতিবাদ করায় বখাটেরা তার স্বামীকে মারধর করে গুরুতর আহত করেছে। ঘটনাটি ঘটেছে গতকাল বুধবার সকালে বরিশালের আগৈলঝাড়া উপজেলার গৈলা বাজারে। আহত করিম মোল্লাকে হাসপাতালে নেয়ার সময় বখাটেরা বাঁধা প্রদান করে। পরবর্তীতে থানা পুলিশের সহায়তায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়।

জানা গেছে, উপজেলার উত্তর শিহিপাশা গ্রামের করিম মোল্লা ঢাকায় চাকুরি করার সুবাধে তার কলেজ পড়–য়া স্ত্রী সোনিয়া আক্তারকে বিভিন্ন সময় যৌণ হয়রানী করে আসছিলো গৈলা গ্রামের জলিল খলিফার বখাটে পুত্র সাদ্দাম খলিফা ও তার ৪/৫ জন সহযোগীরা। বিষয়টি সোনিয়া তার স্বামী করিমকে জানায়। গতকাল বুধবার সকালে করিম গৈলা বাজারে গিয়ে সাদ্দাম খলিফাকে যৌন হয়রানির প্রতিবাদ করে। এতে ক্ষিপ্ত হয়ে সাদ্দাম ও তার ৪/৫ জন সহযোগীরা করিমকে মারধর করে গুরুতর আহত করে। এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে।

Related Posts