দেলোয়ার সেরনিয়াবাত ॥ বরিশালের আগৈলঝাড়া উপজেলার মধ্যশিহিপাশা গ্রামের এক বাক প্রতিবন্ধী ষোড়শী তরুনীকে (১৭) মঙ্গলবার রাতে ধর্ষণের চেষ্টা চালিয়ে ব্যর্থ হয়ে কামড়িয়ে জখমসহ শ্লীলতাহানী করেছে চার বখাটে যুবকেরা। আহত তরুনীকে গৌরনদী হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় ওইদিন রাতেই থানায় মামলা দায়েরের পর পুলিশ এক বখাটেকে গ্রেফতার করে গতকাল বুধবার আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরন করেছে। এদিকে মামলা প্রত্যাহারের জন্য গ্রেফতারকৃত বখাটের নিকট আত্মীয় এক প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তি তরুনীর পরিবারকে বিভিন্ন ধরনের ভয়ভীতি প্রদর্শন করছে বলে অভিযোগ পাওয়া গেছে।
জানা গেছে, ওই গ্রামের অবসরপ্রাপ্ত সেনা সদস্য মজিদ গোমস্তার বাক প্রতিবন্ধী ষোড়শী কন্যা আইরিন খানম প্রকৃতির ডাকে সারাদিতে মঙ্গলবার রাত সাড়ে আটটার দিকে ঘরের বাহিরে বের হলে পূর্ব থেকে ওৎপেতে থাকা একই গ্রামের প্রভাবশালী আনোয়ার মোল্লার পুত্র আসাদুজ্জামান সুজন (১৮), মোদাচ্ছের আলীর পুত্র রাকিব (১৯) সহ তাদের আরো দু’সহযোগীরা তরুনীকে জোড়পূর্বক ধর্ষণের চেষ্টা চালায়। এসময় তারা ওই কিশোরীর শরীরের বিভিন্নস্থানে কামড়িয়ে শ্লীলতাহানী করে। এসময় তরুনীর গোঙ্গানীর শব্দ পেয়ে ঘরের লোকজনসহ বাড়ির লোকজনে এগিয়ে আসলে বখাটেরা পালিয়ে যায়। এ ঘটনায় তরুনীর পিতা বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন। পুলিশ ওই রাতেই বখাটে সুজনকে গ্রেফতার করে।