Menu Close

বিরাজমান পরিস্থিতি নিয়ে গৌরনদী আইন শৃংখলা কমিটির সভা অনুষ্টিত

নিজস্ব সংবাদদাতা ॥ গৌরনদী উপজেলা প্রশাসনের উদ্যোগে বৃহস্পুতবার সকালে গৌরনদী উপজেলা পরিষদ মিলনায়তনে বিরাজমান পরিস্থিতিতে ও আইন শৃংখলা নিয়ে পর্যালোচনায় উপজেলা আইন শৃংখলা কমিটির এক সভা  অনুষ্ঠিত হয়। গৌরনদী উপজেলা নির্বাহী অফিসার দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্টিত সভায় প্রধান অতিথি ছিলেন গৌরনদী উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ শাহ আলম খান। সভায় বক্তব্য রাখেন গৌরনদী থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল কালাম, ভাইস চেয়ারম্যান সৈয়দা মনিরুন নাহার মেরী, ভারপ্রাপ্ত মুক্তিযোদ্ধা কমান্ডার মোঃ মনিরুল হক, বিআরডিবির সভাপতি মনির হোসেন মিয়া, গৌরনদী পৌর নাগরিক কমিটির সাধারন সম্পাদক ও গৌরনদী বিআরডিবির সাবেক চেয়ারম্যান সাংবাদিক জহুরুল ইসলাম জহির,  ইউপি চেয়ারম্যান সৈকত গুহ পিকলু, গোলাম হাফিজ মৃধা, আকতার হোসেন বাবুল, কৃঞ্চ কান্ত দে, মাহিলাড়া কলেজের অধ্যক্ষ মোঃ ফিরোজ ফোরকান, পালরদী মডেল হাইস্কুল এন্ড কলেজের অধ্যক্ষ আবু জাফর সিকদার, গৌরনদী উপজেলা কৃষি অফিসার রতন কুমার মন্ডল, পল্লী বিদ্যুৎ সমিতির ডিজিএম আবু বকর সিবলী, শিক্ষা অফিসার মোঃ সহিদুল ইসলাম, প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ রফিকুল ইসলাম, প্রমূখ সভায় গৌরনদীর আইন শৃংখলায় সন্তোস প্রকাশ করা হয়। পরে একই মিলনায়তনে গৌরনদী উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ শাহ আলম খানের সভাপতিত্বে বঙ্গবন্ধুর জন্ম দিবস ও জাতীয় শিশু দিবস ও আসন্ন ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস উদযাপনের বিভিন্ন কর্মসূচী প্রনয়নের লক্ষে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।