নিজস্ব সংবাদদাতা ॥ বরিশাল নগরীতে বাংলাদেশ ওয়াকার্স পার্টি (পূর্নগঠিত) কমিটির জেলা কার্যালয়ে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। বুধবার দিবাগত গভীর রাতে এ অগ্নিকান্ডে দুটি প্রতিষ্ঠানের প্রায় ৫ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
ওয়াকার্স পার্টি (পূর্নগঠিত) জেলা কমিটির সাধারন সম্পাদক নৃপেন্দ্রনাথ বাড়ৈ জানান, নগরীর প্যারারা রোডের হোটেল গুলবাগের পাশে টিনসেট ঘরে তাদের ও বাংলাদেশ কলেজ বিশ্ববিদ্যালয়ের (বাকবিশিস) কার্যালয়। রাত একটার পর কার্যালয়ের উত্তরাংশে রহস্যজনক ভাবে আগুন লাগে। পরে তা বাকবিশিসের কার্যালয়ে ছড়িয়ে পড়ে। এতে তাদের দু’প্রতিষ্ঠানের আসবাবপত্র, মূল্যবান মালামালসহ প্রায় ৫ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রনে আনেন। এ ঘটনায় কোতয়ালী মডেল থানায় গতকাল বৃহস্পতিবার সকালে দুটি সাধারন ডায়েরী করা হয়েছে।