আগৈলঝাড়ায় এডিপি’র অর্থায়নে ব্রিজ

সংস্কারের পরেই ধ্বসে পরা ব্রিজে এভাবেই গর্তের সৃষ্টি হয়

সংস্কারের পরেই ধ্বসে পরেছে

আগৈলঝাড়ায় এডিপি’র অর্থায়নে ব্রিজ সংস্কারের পরেই তা ধ্বসে পরেছে। গত ১৮ নভেম্বর উপজেলা চেয়ারম্যানের সভাপতিত্বে সমন্বয় সভায় রাজিহার ইউনিয়নের গৌরনদী-রাজিহার সড়কে রাংতা গণি মিয়ার বাড়ির সংলগ্ন ব্রিজ সংস্কার ও মেরামতের জন্য এডিপি’র খাত থেকে ৭৫ হাজার টাকা বরাদ্দ করা হয়। প্রকল্প বাস্তবায়নের জন্য রাজিহার ইউনিয়নের ওই ওয়ার্ডের ইউপি সদস্য আসিক ইকবালকে সভাপতি ও রিপন সরদারকে সাধারণ সম্পাদক করে ৭ সদস্য বিশিষ্ট কমিটি গঠণ করা হয়। কমিটি ব্রিজের সংস্কার কাজ করার ১ মাস পরেই ব্রিজটিতে পুনরায় গর্তের সৃষ্টি হয়েছে। ফলে, যান চলাচলে বিঘিত হচ্ছে। সরকারের এডিপি’র টাকা খরচ করে নিুমানের কাজ করায় এই ব্রিজের সংস্কার কাজ ভাল মানের হয়নি বলে স্থানীয়রা অভিযোগ করেন। স্থানীয়রা আরওু জানান, ব্রিজ সংস্কার কাজের জন্য সর্বোচ্চ ৫ হাজার টাকা খরচ হলেও এডিপি খাত থেকে বরাদ্দ দেয়া হয়েছে ৭৫ হাজার টাকা। বিপুল অর্থের পরেও ব্রিজটি সংস্কারে একেবারেই নিুমানের। এব্যাপারে ভারপ্রাপ্ত প্রকৌশলী জানান,সংস্কারের পরে ব্রিজে গর্তে সৃষ্টি হয়।এ কারনে তাদের বিল বন্ধ রাখা হয়েছে।