নিজস্ব সংবাদদাতা ॥ বিএনপির ডাকা সকাল সন্ধ্যা হরতালে বৃহস্পতিবার বরিশালের গৌরনদী উপজেলার রাজপথে হরতালের পক্ষে বিপক্ষে কোন মিছিল ও সভা সমাবেশ হয়নি। উপজেলার ভূরঘাটা বাস টার্মিনাল থেকে কোন লোকাল বাস বরিশালের উদ্দেশ্যে ছেড়ে যায়নি কিংবা আসেনি। গৌরনদীর উপর দিয়ে কোন দুরপাল্লার বাস ও ট্রাক চলাচল করেনি। নসিমন, টেম্পো, ইজিবাইক, ভ্যান রিকশা স্বাভাবিক ভাবে চলাচল করেছে। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে, অফিস আদালতে, ব্যাংক বীমায় মানুষের উপস্থিতি ছিল কম। কোথাও কোন অপ্রতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। উপজেলার বিভিন্ন বাসস্ট্যান্ডে পুলিশ মোতায়েন ছিল।