নিজস্ব সংবাদদাতা ॥ বরিশালের গৌরনদী উপজেলার সরিকল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সহসভাপতি মঞ্জুর হোসেন মিলনের মা হাজেরা বেগম (৬৫) ডায়াবেটিকসহ বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে গতকাল শুক্রবার সন্ধ্যায় বরিশালের বাসায় ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহির…..রাজিউন)। তিনি ৩ পুত্র, ৪ কন্যাসহ অসংখ্য আত্মীয়-স্বজন রেখে গেছেন। আজ শনিবার সকাল সাড়ে দশটায় বরিশালে প্রথম ও সাড়ে এগারোটায় সরিকল ইউনিয়নের কুড়িরচর গ্রামের নিজ বাড়িতে মরহুমার দ্বিতীয় জানাজা শেষে পারিবারিক গোরস্তানে দাফন করা হবে। তার মৃত্যুতে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ইঞ্জিনিয়ার আব্দুস সোবাহান, উপজেলা বিএনপির সাধারন সম্পাদক আলহাজ্ব আবুল হোসেন মিয়া, ইউপি চেয়ারম্যান আকন ছিদ্দিকুর রহমান, সাবেক চেয়ারম্যান আনোয়ার সাদাত তোতা, জেলা উত্তর যুবদলের সাধারন সম্পাদক বদিউজ্জামান মিন্টু, সহসভাপতি দুলাল রায় দুলু, উপজেলা যুবদলের সভাপতি সফিকুর রহমান শরীফ স্বপন, সাধারন সম্পাদক রফিক চোকদার, পৌর যুবদলের সভাপতি মোঃ নান্না খান, গৌরনদীর একমাত্র মুখপত্র সাপ্তাহিক আলোকিত সময়-এর সম্পাদক খোকন আহম্মেদ হীরাসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, মুক্তিযোদ্ধা ও সুশীল সমাজের নেতৃবৃন্দরা গভীর শোক ও শোর্কাত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।