শিক্ষকদের পাঠদানের ক্ষেত্রে আরো মনোযোগী হওয়া উচিৎ -এ্যাড. বলরাম পোদ্দার

নিজস্ব সংবাদদাতা ॥ অগ্রনী ব্যাংকের পরিচালক ও বরিশালের গৌরনদী উপজেলার হোসনাবাদ নিজাম উদ্দিন কলেজ গবর্নিং বডির সভাপতি এ্যাডভোকেট বলরাম পোদ্দার বলেছেন, শিক্ষকদের পাঠদানের ব্যাপারে বেশ কিছুটা আন্তরিকতার অভাব রয়েছে। যে কারনে শিক্ষার্থীরা এখন কোচিংয়ের ওপর বেশি নির্ভরশীল হয়ে পড়েছে। এ ক্ষেত্রে সরকারের বেশ কিছু নিদের্শনা থাকলেও তা কোন কোন ক্ষেত্রে উপেক্ষিত হচ্ছে। শিক্ষকদের শিক্ষাদানের ক্ষেত্রে গুনগতমান উন্নয়নের বিষয়টি নিশ্চিত করতে চায় সরকার।

শনিবার বিকেলে জনতা ব্যাংক লিমিটেড কর্তৃক প্রদত্ত মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান এবং কলেজের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগীতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরন করা হয়। এ উপলক্ষ্যে কলেজ প্রাঙ্গনে অনুষ্ঠিত আলোচনা সভায় কলেজ গবনির্ং বডির সভাপতি এ্যাডভোকেট বলরাম পোদ্দারের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বরিশাল-১ আসনের সংসদ সদস্য এ্যাডভোকেট তালুকদার মোঃ ইউনুস। বিশেষ অতিথি ছিলেন গৌরনদী পৌরসভার মেয়র মোঃ হারিছুর রহমান হারিছ, উপজেলা নির্বাহী অফিসার দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরী, গৌরনদী থানার ওসি আবুল কালাম, কলেজ গবনিং বডির সদস্য খন্দকার শাহ্ েআলম মঞ্জু। বক্তব্য রাখেন ফজলে রাব্বি শাহজাহান, সাবেক ইউপি চেয়ারম্যান আঃ মান্নান মৃধা, ভারপ্রাপ্ত অধ্যক্ষ অসিম কুমার সিকদার, আ’লীগ নেতা নাজিম উদ্দিন টিপু, রাজিব হোসেন ভূঁইয়া রাজু, প্রধান শিক্ষক মোঃ মোস্তাফিজুর রহমান, শহিদুল ইসলাম, অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক আঃ জব্বার আকন, মনোতোষ দাস প্রমুখ।