নিজস্ব সংবাদদাতা ॥ মসজিদের পবিত্রতা রক্ষা, জঙ্গীবাদ সন্ত্রাস প্রতিরোধে ওলামামাশায়েখ সমাবেশ ও জেলা ইমাম সম্মেলন শনিবার সকালে বরিশালে অনুষ্ঠিত হয়েছে। ইসলামিক ফাউন্ডেশনের আয়োজনে সংস্থার সম্মেলন কক্ষে বেলা সাড়ে এগারোটায় এ কর্মসূচী অনুষ্ঠিত হয়।
ইসলামিক ফাউন্ডেশন বরিশালের উপ-পরিচালক মোঃ নিজাম উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন এ্যাডভোকেট তালুকদার মোঃ ইউনুস-এমপি। প্রধান বক্তা ছিলেন ফাউন্ডেশনের পরিচালক মোঃ হালিম হোসেন খান। বক্তারা বলেন, ইসলাম ধর্মের যাতে করে কোন অপব্যাখ্যা না হয়, সেদিকে সবাইকে সজাগ থাকতে হবে। বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতি অটুট রেখে কোন ধরণের গুজবে কান না দেয়ার জন্যী বক্তারা ইমাম ও ওলামামাশায়েখদের আহবান করেন।