নিজস্ব সংবাদদাতা ॥ প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় সন্ত্রাসী কর্মকান্ড কমিয়ে আনতে ও নাশকতা ঠেকাতে আজ রবিবার বরিশালে গঠন করা হবে প্রতিরোধ কমিটি। সকল শ্রেনী ও পেশার প্রতিনিধি নিয়ে এ কমিটি গঠন করা হবে।
জেলা প্রশাসক মোঃ শহীদুল আলম জানান, প্রতিরোধ কমিটি গঠন করার লক্ষ্যে গত সাত মার্চ স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে বিভিন্ন দিক-নির্দেশনা দিয়ে একটি চিঠি প্রেরন করা হয়েছে। তাতে বলা হয়েছে, মুক্তিযুদ্ধের স্বপক্ষের সকল শ্রেনী ও পেশার প্রতিনিধিদের নিয়ে এ কমিটি গঠন করতে হবে। সম্প্রতি যুদ্ধাপরাধের অভিযোগে দেলোয়ার হোসেন সাঈদীর ফাঁসির রায়ের পর দেশব্যাপী তান্ডব এবং সংখ্যালঘু সম্প্রদায়ের ঘরবাড়ি ও মন্দিরে হামলা, ভাংচুর-অগ্নিসংযোগ শুরু করে জামায়াত শিবিরের জঙ্গী ক্যাডাররা। এ পরিস্থিতিকে প্রতিহত করতে এ কমিটি করা হচ্ছে। জেলা পর্যায়ের কমিটিতে পদাধিকার বলে জেলা প্রশাসক হবেন সভাপতি। উপদেষ্টা হবেন জেলা পরিষদের প্রশাসক। আর সদস্য থাকবেন-সব শ্রেনী ও পেশার প্রতিনিধিরা। উপজেলা পর্যায়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা হবেন সভাপতি। উপজেলা চেয়ারম্যান হবেন কমিটির উপদেষ্টা। একইভাবে সদস্য থাকবেন সব শ্রেনী ও পেশার প্রতিনিধিরা। আর এ কমিটি গঠন করে তা প্রেরণ করতে হবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে। জেলা প্রশাসক মোঃ শহীদুল আলম বলেন, মন্ত্রণালয় থেকে প্রেরিত চিঠির নির্দেশনা অনুযায়ী আজ ১০ মার্চ জেলা আইন শৃংখলা কমিটির সভায় এ প্রতিরোধ কমিটি গঠন করা হবে।