নিজস্ব সংবাদদাতা ॥ শিব রাত্রি ব্রত ও পূজা উপলক্ষ্যে রবিবার বরিশালের গৌরনদী উপজেলার শাওড়া গ্রামের গাংঙ্গুলী বাড়ির শিব মন্দিরে এক দিনের মেলা বসেছিলো। শত বছরের ঐতিহ্যবাহী এ মন্দিরে ব্রত ও পূজার আয়োজন করা হয়েছিলো। শিবের নামে উপোষ থেকে পুরহীতের মাধ্যমে অঞ্জলী প্রদান ও পূজারীরা ব্রত পালন করেছেন। এছাড়াও শিবের মাথায় দুধ ঢেলে ফুল ও বেলপাতা দিয়ে পূজারী ভক্তবৃন্দরা শিবের আরাধনা করেন। সবশেষে মন্দির কমিটির পক্ষ থেকে পূজারী ভক্তবৃন্দদের মাঝে প্রসাদ বিতরণ করা হয়। শিব রাত্রি ও ব্রত পূজা উপলক্ষ্যে ওই এলাকায় উৎসব মুখর পরিবেশের সৃষ্টি হয়েছিলো।