নিজস্ব সংবাদদাতা ॥ হরতালের নামে দেশব্যাপী নৈরাজ্যের প্রতিবাদে আজ সোমবার বিকেলে বরিশাল নগরীসহ জেলার বিভিন্ন উপজেলায় হরতাল বিরোধী মিছিল করেছে ১৪ দলের নেতৃবৃন্দরা।
নগরীর সোহেল চত্তরস্থ আ’লীগের দলীয় কার্যালয়ের সম্মুখ থেকে বিকেলে মিছিল বের করে নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করা হয়। মিছিলে নেতৃত্ব দেন বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র ও মহানগর আ’লীগের সভাপতি শওকত হোসেন হিরন। একইদিন বিকেলে গৌরনদী পৌরসভার মেয়র ও উপজেলা আ’লীগের সাধারন সম্পাদক মোঃ হারিছুর রহমান হারিছের নেতৃত্বে বরিশাল-ঢাকা মহাসড়কের গৌরনদী বাসষ্ট্যান্ডে হরতাল বিরোধী বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিল শেষে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন উপজেলা আ’লীগের সভাপতি এইচ.এম জয়নাল আবেদীন হাওলাদার, উপজেলা ভাইস চেয়ারম্যান সৈয়দা মনিরুন নাহার মেরী, পৌর আ’লীগের সভাপতি গোলাম মনির মিয়া, সাধারন সম্পাদক কবির হোসেন খান, যুবলীগ নেতা ও ইউপি চেয়ারম্যান সৈকত গুহ পিকলু, কৃষ্ণ কান্ত দে, উপজেলা ছাত্রলীগের সভাপতি সৈয়দ মাহবুব আলম, সরকারি গৌরনদী কলেজ ছাত্রলীগের সাধারন সম্পাদক জুবায়ের ইসলাম সান্টু ভূঁইয়া প্রমুখ।