নিজস্ব সংবাদদাতা ॥ কেন্দ্রীয় কর্মসূচী অনুযায়ী সোমবার সকালে বরিশালে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে আঠারো দলীয় জোটের নেতৃবৃন্দরা। বেলা এগারোটায় নগরীর ফজলুল হক এভিনিউতে আঠারো দলীয় জোটের বিভাগীয় সমন্বয়ক মজিবর রহমান সরোয়ার-এমপির সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন উত্তর জেলা বিএনপির সভাপতি মেজবা উদ্দিন ফরহাদ-এমপি, জেলা বিএনপির সাবেক সম্পাদক এবায়দুল হক চাঁন, জামায়াতের মহানগর আমীর এ্যাডভোকেট মুয়াজ্জম হোসেন হেলাল প্রমুখ। শেষে বিক্ষোভ মিছিল বের করে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিন করা হয়।