বরিশালে চাকুরির প্রলোভনে যুবতীকে আটক করে দেহ ব্যবসা

নিজস্ব সংবাদদাতা ॥ মোবাইল ফোনে পরিচয়ের সূত্রধরে বরিশালে এক অসহায় পরিবারের যুবতীকে চাকুরীর প্রলোভনে জোড়পূর্বক ধর্ষণ শেষে আটক করে দেহ ব্যবসা করানোর অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় নগরীর পোর্ট রোডের আবাসিক হোটেল চাঁনপুরার মালিক ও ম্যানেজারের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। গতকাল বুধবার বরিশালে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মোঃ মুজিবুর রহমান মামলাটি আমলে নিয়েছেন।

এজাহার ও ওই যুবতীর দেয়া অভিযোগে জানা গেছে, বাকেরগঞ্জ উপজেলা সদরের বাসিন্দা ওই যুবতীর সাথে হোটেলের ম্যানেজার আনোয়ার হোসেনের মোবাইল ফোনের মাধ্যমে পরিচয় ও প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। দরিদ্র পরিবারের ওই যুবতীকে চাকুরী দেয়ার প্রলোভনে বরিশাল নগরীতে আসতে বলে আনোয়ার। ২০১১ সনের ১০ ফেব্র“য়ারি ওই যুবতী নগরীতে আসলে তাকে হোটেল চাঁনপুরায় নিয়ে আনোয়ার জোড়পূর্বক ধর্ষণ শেষে দেহ ব্যবসা করতে বাধ্য করে। ফলে পরবর্তীতে ওই যুবতী একটি কন্যা সন্তান প্রসব করে। গত ৯ মার্চ কন্যা সন্তানের ভরন পোষন চাইতে গেলে হোটেলের মালিক মাহবুবুল আলম ও ম্যানেজার আনোয়ার হোসেন খান যুবতীকে মারধর করে তাড়িয়ে দেয়। পরবর্তীতে অসহায় যুবতী সঠিক বিচারের আশায় বিভিন্নস্থানে ধর্ণা দিয়ে ব্যর্থ হয়ে আদালতের সরন্নাপন্ন হয়েছেন। মামলার আসামিরা হচ্ছে, নগরীর পোর্ট রোডের আবাসিক হোটেল চাঁনপুরার মালিক মাহবুবুল আলম ও ম্যানেজার আনোয়ার হোসেন খান।