নিজস্ব সংবাদদাতা ॥ বরিশালের গৌরনদী উপজেলার চাঁদশী ইউনিয়নের উত্তর চাঁদশী গ্রামের রাখাল সাধুর আশ্রমে প্রতিবছরের ন্যায় বুধবার দিনব্যাপী ২৩তম হরি নাম সংকৃতন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। আশ্রম পরিচালনা কমিটির সভাপতি অমল নন্দি জানান, এ উপলক্ষে চাঁদশী গ্রামের রাখাল সাধুর বাড়ী আশ্রমে মঙ্গলবার সন্ধায় পূর্ণ ব্রহ্ম শ্রী শ্রী হরি চাঁদ ঠাকুরের জীবনি নিয়ে আলোচনা ও লীলামৃত পাঠের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। বুধবার সকালে ভোর আরতীর দিয়ে শুরু করে সন্ধায় সন্ধা আরতী ও ভোগরাগ শেষে মহাপ্রভুর প্রশাদ বিতরন করা হয়। তিনি আরো জানান আশ্রামের সম্মূখের ব্রিজটির অবস্থা খুবই নাজুক, যা ভক্তদের যাতায়াতের জন্য খুবই ঝুকির্পূণ। ব্রিজটি যে কোন সময় ধ্বসে পরে বড় ধরনের দূর্ঘটনা ঘটার আশংকা রয়েছে। তিনি জরুরি ভিক্তিতে ব্রিজটি সংস্কারের জন্য স্থানীয় ইউপি চেয়ারম্যানসহ সংশ্লিষ্ট দপ্তরের উধর্¡তন কর্মকর্তাদের আশু হস্তক্ষেপ কামনা করেছেন।