আগৈলঝাড়া সংবাদদাতা ॥ বরিশালের আগৈলঝাড়ায় জনতার হাতে পরকীয়া করতে গিয়ে ধরা পরে প্রেমিক এখন শ্রীঘরে।
স্থানীয় ও থানাসূত্রে জানা গেছে, উপজেলার রত্নপুর ইউনিয়নের বারপাইকা গ্রামের হীরালাল কির্তুনীয়ার ছেলে বাসুদেব ওরফে বাসু কির্তুনীয়া (৩২) দীর্ঘদিন যাবৎ একই গ্রামের রবি বিশ্বাস বাড়িতে না থাকার সুযোগ নিয়ে তার স্ত্রী ২ সন্তানের জননী বিথী (২৭)র সাথে অবৈধ সম্পর্ক গড়ে তোলে। ঘটনাটি এলাকায় ব্যাপকভাবে জানা থাকলেও তাদের ধরতে পারেনি। মঙ্গলবার রাতে বাসুদেব চুপিসারে তার প্রেমিকার ঘরে ঢুকে অনৈতিক কাজে লিপ্ত হলে ওঁৎ পেতে থাকা লোকজন উভয়কে হাতেনাতে ধরে আটক রেখে পুলিশকে খবর দেয়। রাতেই এসআই শহিদুল ইসলাম ঘটনাস্থল থেকে আটক প্রেমিক যুগলকে থানা হেফাজতে নিয়ে আসে। প্রাথমিক জিজ্ঞাসাবাদের পরে মুচলেকা রেখে প্রেমিকা গৃহবধূকে ছেড়ে দিলেও প্রেমিক বাসুকে শ্রীঘরে পাঠায় বে-রসিক পুলিশ। এঘটনাকে ভিন্নখাতে প্রবাহিত করার জন্য একটি মহল তৎপরতা চালাচ্ছে।