নিজস্ব সংবাদদাতা ॥ বরিশালের মুলাদী উপজেলার কাজিরচর ইউনিয়নের বাদামতলা এলাকা দিয়ে আড়িয়াল খাঁ নদী পারি দিয়ে কাঠেরচর গ্রামের হাজার-হাজার বাসিন্দাদের যাতায়াতের একমাত্র মাধ্যম ছিলো নৌকা। কাঠেরচর গ্রামবাসীর দীর্ঘদিনের দাবির মুখে অবশেষে আড়িয়াল খাঁ নদীর ওপর দিয়ে বাদামতলা এলাকা থেকে কাঠেরচর গ্রাম পর্যন্ত প্রায় এক কিলোমিটারের নদীতে বাঁশের সাঁকো নির্মান করা হয়েছে।
স্বেচ্ছাশ্রমে নির্মিত এ বাঁশের সাঁকোটি নিয়ে এখন রিতীমতো বিপাকে পড়েছেন কাঠেরচরবাসী। পর্যাপ্ত বাঁশ সংগ্রহ করতে না পারায় সাঁকোটি দুর্বল অবস্থায় রয়েছে। কাঠেরচর গ্রামের এক হাজার শ্রমিক প্রায় ৪ হাজার বাঁশ দিয়ে সাঁকোটি নির্মান করলেও আর্থিক সংকটে সাঁকোটি মজবুত করতে পারছেন না। সাঁকো নির্মান কমিটির সভাপতি আঃ রব খান জানান, কাজিরচর ইউনিয়নের বাদামতলা এলাকা দিয়ে আড়িয়াল খাঁ নদীর ওপর হয়ে কাঠেরচর গ্রামের কয়েক হাজার জনগনের দীর্ঘদিনের দাবির প্রেক্ষিতে মুলাদী-বাবুগঞ্জ আসনের সংসদ সদস্য আলহাজ্ব গোলাম কিবরিয়া টিপু, কাজিরচর ইউনিয়নের চেয়ারম্যান শাহজাহান তপাদার ও কাজিরচর ইউনিয়নের সমাজ সেবক শিহাব উদ্দিন পেশকারের আর্থিক সহযোগীতায় বাঁশের সাঁকোটি নির্মানের কাজ শুরু করা হয়। কিন্তু তাদের সহযোগীতার পরেও সাঁকো নির্মানের কাজ সম্পন্ন হয়নি। পুরো কাজ সম্পন্ন করতে আরো ৪’শ বাঁশের প্রয়োজন। এ বাঁশ পাওয়া গেলে সাঁকোটি যেমন মজবুত হবে তেমনি প্রতিদিন সাঁকোটি দিয়ে নিবিঘেœ চলাচল করতে পারবে কাঠেরচর এলাকার দিনমজুর পরিবারের হাজার-হাজার জনগন।