নিজস্ব সংবাদদাতা ॥ সকল যুদ্ধাপরাধীদের ফাঁসির দাবিতে বরিশাল নগরীর অশ্বিনী কুমার টাউন হল চত্বরে সাংস্কৃতিক কর্মীদের গণজাগরন মঞ্চ সরিয়ে নেয়ার জন্য পুলিশ কমিশনারকে চিঠি দিয়েছেন সদর আসনের বিএনপি দলীয় সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এ্যাডভোকেট মজিবর রহমান সরোয়ার। গতকাল বৃহস্পতিবার পুলিশ কমিশনারকে দেয়া ওই চিঠিতে তিনি উল্লেখ করেন, নগরীর প্রানকেন্দ্রের টাউন হল চত্বরে রাজনীতির কেন্দ্র বিন্দু। পাশেই বিএনপি অফিস ও মসজিদ রয়েছে। কিন্ত সেখানে স্থায়ী মঞ্চ তৈরী করে রাখায় আমাদের মিছিল মিটিং করতে বিঘ্ন সৃষ্টি হচ্ছে। গুরুত্বপূর্ন স্থান এভাবে দখল করে না রাখার জন্য তিনি পুলিশ কমিশনারের হস্তক্ষেপ কামনা করেছেন।