নিজস্ব সংবাদদাতা ॥ ‘ভোক্তাদের সু-বিচারের সময় এখন’-শ্লোগানকে সামনে রেখে গতকাল শুক্রবার সকালে বরিশালে বিশ্ব ভোক্তা অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সকাল সাড়ে দশটায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও জেলা প্রশাসনের উদ্যোগে এ সভার আয়োজন করা হয়। সভায় প্রধান অতিথি ছিলেন বরিশালের জেলা প্রশাসক মোঃ শহীদুল আলম। বিশেষ অতিথি ছিলেন চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি সাইদুর রহমান রিন্টু।