দেলোয়ার সেরনিয়াবাত ॥ রাতের আধারে নির্জন ঘরে ঢুকে এক গৃহবধূকে ঝাপটে ধরে ধর্ষণের চেষ্ঠা চালিয়েছে এক বখাটে যুবক। এসময় ওই গৃহবধূর ডাকচিৎকারে বাড়ির লোকজন এগিয়ে এসে বখাটেকে আটক করে গণধোলাই দিয়েছে। মুর্মুর্ষ অবস্থায় ওই বখাটেকে হাসপাতালে ভর্তি করা হয়। ঘটনাটি ঘটেছে ১৪ মার্চ রাতে বরিশালের গৌরনদী উপজেলার দক্ষিণ পিঙ্গলাকাঠী হাজ্বীপাড়া গ্রামে। এ ঘটনায় গতকাল শনিবার সকালে থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বিষয়টি ভিন্নখাতের প্রবাহিত করার জন্য স্থানীয় একটি প্রভাবশালী মহল তৎপর হয়ে উঠেছে বলে অভিযোগ পাওয়া গেছে।
ওই গ্রামের দিনমজুর বাবুল হাওলাদারের স্ত্রী ও তিন সন্তানের জননী নাছিমা বেগম (৩২) অভিযোগ করেন, ১৪ মার্চ রাতে নির্জন ঘরে প্রবেশ করে তাকে ঝাপটে ধরে ধর্ষণের চেষ্ঠা চালায় পাশ্ববর্তী বাড়ির নুর মোহাম্মদ হাওলাদারের বখাটে পুত্র খোকন হাওলাদার ও তার তিন সহযোগীরা। এসময় তার ডাকচিৎকারে বাড়ির লোকজন এগিয়ে এসে বখাটে খোকনকে আটক করতে সক্ষম হলেও তার সহযোগী হালিম হাওলাদার, রিপন, মিরাজ হোসেন পালিয়ে যায়। পরবর্তীতে এলাকাবাসি জড়ো হয়ে বখাটে খোকন হাওলাদারকে গণধোলাই দেয়। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দেয়া হয়েছে।