নিজস্ব সংবাদদাতা ॥ বরিশালের আগৈলঝাড়ায় সদ্যপ্রয়াত বিএনপি নেতার শোক সভা ও মিলাদ অনুষ্ঠানে দলীয় পদ নিয়ে বক্তব্য দেয়াকে কেন্দ্র করে দলীয় নেতা-কর্মীদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে। এতে কমপক্ষে ৫ জন আহত হয়। ঘটনাটি ঘটেছে শুক্রবার রাতে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক ও গৈলা ইউনয়ন বিএনপির সাধারণ সম্পাদক সদ্যপ্রয়াত বাহাউদ্দিন মিয়ার শোক সভা ও দোয়া-মিলাদ শুক্রবার সন্ধ্যায় দাসেরহাট সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে শুরু হয়। শোক সভায় সভাপতিত্ব করেন গৈলা ইউনিয়ন বিএনপির সভাপতি সৈয়দ শামসুল আলম মঞ্জু। সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন গৈলা ইউনিয়নের চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবুল হোসেন লাল্টু, মরহুমের পুত্র জিয়াউদ্দিন, ছোট ভাই সুজন মিয়া, চাচা আলাউদ্দিন মিয়া। শোকসভা চলার শেষ পর্যায়ে রাত আটটার দিকে অনুষ্ঠানস্থলে আসেন উপজেলা বিএনপির সিনিয়র নেতৃবৃন্দরা। এসময় তাদের দলীয় পদ উল্লেখ করে বক্তব্য দেয়াকে কেন্দ্র করে ছাত্রদল নেতা জয় ও টিপুর সাথে বাকবিতন্ডা বাঁধে। একপর্যায়ে যুবদল নেতা আবুল মোল্লা ও কালাম মোল্লার সাথে ছাত্রদল নেতাদের হাতাহাতির ঘটনা ঘটে। এতে উভয় গ্র“পের কমপক্ষে ৫জন আহত হয়। পরে দলের সিনিয়ন নেতাদের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রনে আসে।