Menu Close

বরিশালে দৃষ্টি প্রতিবন্ধিদের মাঝে চেক বিতরন

শাহীন হাসান, বরিশাল ॥ বরিশালে জেলা পরিষদের উদ্যোগে দৃষ্টি প্রতিবন্ধিদের মাঝে অনুদানের চেক বিতরনি অনুষ্ঠান ২০১৩ অনুষ্ঠিত হয়েছে। জাতীয় অন্ধ সংস্থার সহযোগীতায় অনুষ্ঠানটি বরিশাল জেলা পরিষদ অডিটেরিয়ামে আয়োজন করা হয় সকাল ১১টায়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা পরিষদ প্রশাসক ডা. মোখলেছুর রহমান। সভাপতিত্ব করেন প্রধান নির্বাহী কর্মকর্তা মকবুল হোসেন। এ সময় বক্তরা দৃষ্টিপ্রতিবন্ধিদের সহযোগীতায় সকল বৃত্তবানদের এগিয়ে আসার আহবান জানান। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, অন্ধ সংস্থার সভাপতি ইউসুফ আলী হাওলাদার,সাধারন সম্পাদক আইয়ূব আলী হাওলাদার। সবশেষে ৫০জন দৃষ্টি প্রতিবন্ধিদের মাঝে ২হাজার টাকা করে চেক বিতরন করা হয়।

Related Posts