Menu Close

অবশেষে সালিশ বৈঠকে প্রকৃত ঘটনার তথ্য ফাঁস

নিজস্ব সংবাদদাতা ॥ অবশেষে রবিবার সকালে সালিশ বৈঠকে উদ্ঘাটন হয়েছে প্রকৃত ঘটনা। পূর্ব শত্র“তার জেরধরে প্রতিক্ষকে ফাঁসাতে সাজানো হয়েছিলো নারী নির্যাতনের নাটকীয় ঘটনা। এ নিয়ে পুরো এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ঘটনাটি বরিশালের গৌরনদী উপজেলার দক্ষিণ পিঙ্গলাকাঠী হাজ্বীপাড়া গ্রামের।

জানা গেছে, পূর্ব শত্রুতার জেরধরে ওই গ্রামের বাবুল হাওলাদারের স্ত্রী নাছিমা বেগমকে দিয়ে স্থানীয় একটি প্রভাবশালী মহল নির্যাতনের মিথ্যে অভিযোগ এনে বিভিন্নস্থানে অভিযোগ দায়ের করেন। এ নিয়ে রবিবার সকালে স্থানীয়ভাবে সালিশ বৈঠকে বসার পর প্রকৃত ঘটনা ফাঁস হয়ে যায়। সালিশ বৈঠকে উপস্থিত একাধিক ব্যক্তিরা বলেন, পূর্ব শত্রুতার জেরধরে একই গ্রামের নুর মোহাম্মদ হাওলাদারের পুত্র খোকন হাওলাদার, হালিম হাওলাদার, রিপন ও মিরাজ হোসেনকে ফাঁসানোর জন্য বাবুল হাওলাদারের স্ত্রী নাছিমা বেগমকে দিয়ে বিভিন্নস্থানে তাকে নির্যাতন করার হয়ে বলে অভিযোগ দায়ের করানো হয়। সালিশ বৈঠকে অভিযোগের বিষয়টি মিথ্যে প্রমানিত হওয়ার পর ওই এলাকায় বেশ চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

Related Posts