বঙ্গবন্ধুর জন্মদিন – গৌরনদীর একটি স্কুলে হয়নি কোন কর্মসূচী

দেলোয়ার সেরনিয়াবাত ॥ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৩তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে সরকারি ভাবে সকল শিক্ষা প্রতিষ্ঠানে বিভিন্ন কর্মসূচী ঘোষনা করা হলেও সরকারি আদেশকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে বরিশালের গৌরনদী উপজেলার পূর্ব বাউরগাতি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহ অন্যান্য শিক্ষকেরা ঘোষিত কর্মসূচী পালন করেননি বলে অভিযোগ পাওয়া গেছে।

উপজেলা শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৩তম জন্মবার্ষিকী উপলক্ষে সুর্যোদের সাথে সাথে সকল শিক্ষা প্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন, সম্মান প্রদর্শন, সমাবেশ, জাতীয় সংগীত পরিবেশন, বঙ্গবন্ধুর জীবনীর ওপর আলোচনাসহ বিভিন্ন কর্মসূচী পালন করার জন্য উপজেলা শিক্ষা অফিসার রফিকুল ইসলাম স্বাক্ষরিত এক পত্র উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানকে দেয়া হয়। গতকাল রবিবার সকাল পৌনে নয়টায় স্কুলে গিয়ে দেখা গেছে, স্কুলের সকল কক্ষ তালাবদ্ধ। সরকার ঘোষিত কোন কর্মসূচী পালন করা হয়নি। এতে অভিভাবকরা ও এলাকাবাসী তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন।