গৌরনদীতে জাতীয় শিশু দিবস উপলক্ষ্যে র‌্যালী ও সমাবেশ

নিজস্ব সংবাদদাতা ॥ মুজিবের বাংলায়-যুদ্ধাপরাধীদের ঠাঁই নাই-শ্লোগানকে সামনে রেখে ব্যাপক কর্মসূচীর মধ্যদিয়ে বরিশালে গৌরনদীতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদ্যাপিত হয়েছে।

উপজেলা প্রশাসন, মহিলা বিষয়ক অধিদপ্তর, মাহিলাড়া ডিগ্রি কলেজ, মাধ্যমিক ও সরকারি প্রাথমিক বিদ্যালয়, গেরাকুল বেগম আখতারুন্নেছা মাধ্যমিক বিদ্যালয় এবং চাঁদশী মনোয়রা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের উদ্যোগে পৃথক ভাবে বর্নাঢ্য র‌্যালী ও শিশু সমাবেশ অনুষ্ঠিত হয়। উপজেলা চত্বরে শিশু সমাবেশে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা খালেদা বেগমের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন পৌর নাগরিক কমিটির সাধারন সম্পাদক সাংবাদিক জহুরুল ইসলাম জহির। মাহিলাড়া ডিগ্রী কলেজ, মাহিলাড়া সরকারি প্রাথামিক বিদ্যালয় ও মাহিলাড়া এ.এন মাধ্যমিক বিদ্যালয়ের যৌথ উদ্যোগে র‌্যালী শেষে মাহিলাড়া এ.এন মাধ্যমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত শিশু সমাবেশে মাহিলাড়া ডিগ্রি কলেজের অধ্যক্ষ ফিরোজ ফোরকান আহম্মেদের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন মাহিলাড়া ইউনিয়ন পরিষদের পদকপ্রাপ্ত সফল চেয়াম্যান সৈকত গুহ পিকলু। বিশেষ অতিথি ছিলেন সাবেক প্রধান শিক্ষক সরদার মোঃ এচাহাক আলী, সহকারি অধ্যাপক আলমগীর হোসেন কবিরাজ, প্রধান শিক্ষক প্রনয় কান্তি অধিকারি, আ’লীগ নেতা আবুল হোসেন মোল্লা, প্রভাষক তহিদুল ইসলাম ইরান, গনেষ চন্দ্র হালদার, সহকারি প্রধান শিক্ষক প্রান্তোষ কুমার দাস, মাহিলাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আবুল হাওলাদার প্রমূখ। গেরাকুল বেগম আখাতারুন্নেছা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মুজিবুর রহমান তালুকদারের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ম্যানেজিং কমিটির সদস্য শরীফ মোঃ জামাল। চাঁদশী মনোয়রা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অনুষ্ঠিত সমাবেশে বিদ্যালয় ম্যানেজিং কমিটির সহ-সভাপতি শেখ এনামুল হকের সভাপতিত্বে বক্তব্য রাখেন প্রধান শিক্ষক খাঁন গোলাম মোস্তফা, সহকারী শিক্ষক বিচিত্রা বাড়ৈ, সাবিত্রী সোম, সিকদার আব্দুস সত্তার, উপজেলা যুবলীগ নেতা মোঃ আমির হোসেন, সমাজ সেবক ফিরোজ সিকদার প্রমূখ। উভয়স্থানে শিক্ষার্থীদের রচনা, আবৃত্তি, উপস্থিত বক্তৃতা, চিত্রাংকন ও রচনা প্রতিযোগীতার আয়োজন করা হয়। এছাড়াও উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে অনুরূপ কর্মসূচী পালনের খবর পাওয়া গেছে।