বরিশালে বিএনপি-পুলিশ সংঘর্ষে আহত-১০ – অগ্নিসংযোগ ॥ গ্রেফতার-৩

নিজস্ব সংবাদদাতা ॥ কেন্দ্রীয় কর্মসূচী অনুযায়ী বরিশাল দক্ষিণ জেলা বিএনপির মিছিল থেকে পুলিশের ওপর ইট পাটকেল নিক্ষেপের ঘটনায় গতকাল রবিবার সকালে নগরীতে প্রায় আধাঘন্টাব্যাপী পুলিশ ও বিএনপির নেতা-কর্মীদের সাথে সংঘর্ষে কমপক্ষে ১০ জন আহত হয়েছে। বিএনপির কর্মীরা একটি মাইক্রোবাস ভাংচুরসহ একটি রিকসা ও দুটি সিগারেট কোম্পানীর বক্সভ্যানে অগ্নিসংযোগ করে। এসময় পুলিশ তিন জনকে গ্রেফতার করেছে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, রবিবার বেলা সাড়ে এগারোটার দিকে দক্ষিণ জেলা বিএনপির সাধারন সম্পাদক বিলকিস আক্তার জাহান শিরিনের নেতৃত্বে নগরীর ফজলুল হক এভিনিউ থেকে বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি বিবির পুকুরের উত্তর পাড় দিয়ে নগরীর একাত্তর মঞ্চের দিতে অগ্রসর হতে চাইলে পুলিশ বাঁধা দেয়। এসময় মিছিল থেকে পুলিশকে লক্ষ্য করে ইট পাটকেল নিক্ষেপ করা হয়। এসময় পুলিশের সাথে বিক্ষোভকারীদের সংঘর্ষ বাঁধে। আধা ঘন্টাব্যাপী সংঘর্ষে ছাত্রদল নেতা মোঃ রিপন, বিএনপি নেতা শেখ আব্দুর রহিম, বিএম কলেজ ছাত্রদলের আহবায়ক মুশফিকুল হাসান মাসুম, যুগ্ম আহবায়ক সাইফুল ইসলাম শাহিনসহ কমপক্ষে ১০ জন আহত হয়। গুরুতর আহত রিপনকে শেবাচিম হাসপাতালে ভর্তি করা হয়। সংঘর্ষ চলাকালীন সময় সদর রোডের সকল দোকানপাট বন্ধ হয়ে যায়। এসময় বিএনপির কর্মীরা একটি মাইক্রোবাস, একটি রিকসা ও দুটি সিগারেট কোম্পানীর বক্সভ্যানে অগ্নিসংযোগ করে। পুলিশ সেখান থেকে মহানগর সেচ্ছাসেবক দলের আহবায়ক হাবিবুর রহমান টিপু ও জাসাসের বাবুগঞ্জ উপজেলা সভাপতি ইউসুফ হোসেনসহ তিনজনকে গ্রেফতার করে।