নিজস্ব সংবাদদাতা ॥ বরিশাল-বাবুগঞ্জ সড়কের চাঁদপাশা রেনট্রিতলা নামকস্থানে সোমবার সকালে ভটভটি নসিমন উল্টে একজন নিহত ও চারজন আহত হয়েছে। গুরুতর আহতদের মুর্মুর্ষ অবস্থায় শেবাচিম হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জানা গেছে, বিমানবন্দর থানার কাশিপুর ইউনিয়নের সারশি গ্রামের কেশব চন্দ্র দাস ও তার নিকট আত্মীয় স্বজনেরা সোমবার সকাল সাড়ে এগারোটার দিকে নসিমনযোগে বাবুগঞ্চের উদ্দেশ্যে যাচ্ছিলেন। পথিমধ্যে রেনট্রিতলা নামক এলাকায় বসে নিয়ন্ত্রন হারিয়ে টমটমটি সড়কের পাশের ডোবায় উল্টে পরে। এতে ঘটনাস্থলেই কেশব চন্দ্র সাহা (৪৮) নিহত ও তার সাথে থাকা আব্দুল মান্নান, রেনু সাহা, ভদ্র সাহা ও লালন সাহা গুরুতর আহত হয়।