দেলোয়ার সেরনিয়াবাত ॥ জাতীয় শিশু দিবস ও বঙ্গবন্ধুর ৯৩তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে বরিশালের গৌরনদী উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে সাংস্কৃতিক প্রতিযোগীতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান গতকাল সোমবার সকালে অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা খালেদা খানমের সভাপতিত্বে পুরস্কার বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন পৌর নাগরিক কমিটির সাধারন সম্পাদক জহুরুল ইসলাম জহির, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ সহিদুল ইসলাম, প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ রফিকুল ইসলাম, একাডেমীক সুপার ভাইজার গৌড়াঙ্গ প্রসাদ গাইন প্রমুখ। শেষে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের রচনা, আবৃত্তি, উপস্থিত বক্তৃতা, চিত্রাংকন প্রতিযোগীতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।