নিজস্ব সংবাদদাতা ॥ প্রকাশ্যেই মাদক বিক্রির অভিযোগের ভিত্তিতে থানা পুলিশ অভিযান চালিয়ে স্থানীয় গ্রামবাসীর সহায়তায় গত মঙ্গলবার রাতে চার পুরিয়া হেরোইনসহ দু’বিক্রেতাকে গ্রেফতার করেছে। এসময় দৌড়ে পালিয়ে যাবার সময় স্থানীয়রা মজিবর খান নামের একজনকে মারধর করেছে। এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে।
স্থানীয় একাধিক ব্যক্তিরা অভিযোগ করেন, বিষয়টি ভিন্নখাতে প্রবাহিত করার জন্য মজিবর খান তার ওপর পরিকল্পিত ভাবে হামলা চালিয়ে লুটপাটের অভিযোগ আনে। গ্রামবাসীর অভিযোগে জানা গেছে, পুলিশের অভিযানে হেরোইনসহ গ্রেফতারকৃতদের স্বীকারোক্তিমতে হেরোইন বিক্রির সাথে জড়িত নয়ন খান ও শাহীন খান হচ্ছে মজিবর খানের পুত্র। নয়ন ও শাহীন তার বাবা মজিবর খান, মা রোকেয়া বেগমের ছত্রছায়ায় দীর্ঘদিন থেকে প্রকাশ্যেই মাদকের রমরমা ব্যবসা করে আসছে। পুলিশকে সহযোগীতা করায় সু-চতুর মজিবর খান স্থানীয় রুবেল মীর, জুলহাস ও সাগরের বিরুদ্ধে হামলা ও লুটপাটের অভিযোগ আনে। পুলিশের অভিযানের সময় ঘটনাস্থলে উপস্থিত উপজেলা ভাইসচেয়ারম্যান ও এক পৌর কাউন্সিলর জানান, স্থানীয়দের সহযোগীতায় থানার এস.আই মোঃ আলাউদ্দিন পশ্চিম শাওড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সম্মুখ থেকে হেরোইন বিক্রেতা ওই গ্রামের বাবুল বেপারী ওরফে সোনা, আগৈলঝাড়া উপজেলার অশোকসেন গ্রামের আকাশকে চার পুরিয়া হেরোইনসহ গ্রেফতার করে। এসময় তাদের স্বীকারোক্তি মতে এ ব্যবসার সাথে জড়িত পশ্চিম শাওড়া গ্রামের মজিবর খান, তার স্ত্রী রোকেয়া বেগম, পুত্র শাহিন ও নয়নের নাম প্রকাশ পেলে মজিবর ঘটনাস্থল থেকে দৌড়ে পালনোর চেষ্ঠা করে। এসময় স্থানীয়রা তাকে ধরে মারধর করে।