নিজস্ব সংবাদদাতা ॥ বরিশাল নগরীতে গৃহকর্মীকে ধর্ষণের অভিযোগে এক গৃহকর্তার বিরুদ্ধে ধর্ষণ মামলা দায়ের করা হয়েছে। বরিশাল নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে গৃহকর্মীর পিতা রিকসাচালক বাদি হয়ে মামলাটি দায়ের করেছেন। আদালতের বিচারক মোঃ মুজিবুর রহমান কোতয়ালী মডেল থানার ওসিকে মামলাটি তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন। মঙ্গলবার সকালে আদালতের নির্দেশনার কাগজ হাতে পেয়েছেন বলে ওসি জানিয়েছেন।
এজাহারে জানা গেছে, নগরীরর ঝাউতলা প্রথম গলির বাসিন্দা গিয়াস উদ্দিন আহম্মেদের বাসায় কাজের জন্য ঢাকার এক রিকসা চালকের মেয়েকে দেয়া হয়। গত ১২ মার্চ গৃহকর্তার স্ত্রী নিকট আত্মীয়র বাড়িতে বেড়াতে যাওয়ার সুযোগে ওইদিন রাতে গৃহকর্মীকে ধর্ষণের চেষ্টা করে গৃহকর্তা। এ সময় গৃহকর্মী বাঁধা দিলেও তাকে মারধর করে জোরপূর্বক ধর্ষণ করা হয়। একপর্যায়ে গৃহকর্মী জ্ঞান হারিয়ে ফেলে। পরেরদিন সকালে গৃহকর্তার স্ত্রী বাসায় আসলে অসুস্থ গৃহকর্মী ধর্ষণের বিষয়টি তার কাছে খুলে বলে। পরে গৃহকর্তার স্ত্রী ধর্ষিতা গৃহকর্মীকে শেবাচিম হাসপাতালে ভর্তি করে। খবর পেয়ে ঢাকা থেকে ধর্ষিতার রিকসা চালক পিতা সোমবার সকালে বরিশালে আসে। পরবর্তীতে মেয়ের কাছে নির্যাতনের বর্ননা শুনে ওইদিনই তিনি বাদি হয়ে বরিশাল আদালতে মামলা দায়ের করেন।