তুহিন আহামেদ, গাজীপুর ॥ গাজীপুর সদর উপজেলার কাউলতিয়া এলাকায় জমি ও মৎস খামারের বিরোধকে কেন্দ্র করে এক মুক্তিযোদ্ধার খুন হয়েছে। নিহত সদর উপজেলার কাউলতিয়া দক্ষিন পাড়া এলাকার বীর মুক্তিযোদ্ধা আব্দুল রউফ (৬৫) তিনি মৃত. সিরাজ উদ্দিন সিকদারের ছেলে।
পুলিশ ও প্রত্যেক্ষদর্শী জানান,সোমবার রাত ১১ টায় মাছের প্রজেক্টের কাজ শেষে বাড়ি ফিরছিলেন। ঘরের সামনে পৌছতেই ওৎ পেতে থাকা লোকজন এলোপাথারি ছুরিকাঘাত করে। রাত সোয়া ১২ টায় সদর হাসপতালে নেয়া হলে ডাক্তার তাকে মৃত. ঘোষণা করেন।
নিহতের বুকে ও পিঠে ধারালো আঘাতের চিহ্ন রয়েছে। এ ঘটনায় নিহতের ভাই বেলায়েত হোসেন শিকদারকে (৫০) জয়দেবপুর থানা পুলিশ আটক করে। নিহতের লাশ ময়না তদন্তের জন্য গাজীপুর সদর হাসপাতাল মর্গে নেয়া হয়েছে। নিহতের ছেলে নূর আলম জানান, ব্যবসা ও জমির বিরোধকে ঘিরে তাকে খুন করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে ।
জয়দেবপুর থানার উপ-পরিদর্শক ফজিয়া সুলতানা ঘটনার সত্যতা নিশ্চিত বলেন, এ বিয়য়ে মামলার প্রস্তুতি চলছে।