গৌরনদীর আল-হেলাল একাডেমীর মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা

নিজস্ব সংবাদদাতা ॥ বরিশালের গৌরনদী পৌর সদরের আল-হেলাল একাডেমী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থীদের বুধবার সকালে সংবর্ধনা ও ক্রেস্ট বিতরণ করা হয়েছে।

স্কুল পরিচালনা কমিটির আয়োজনে এ উপলক্ষ্যে স্কুল প্রাঙ্গণে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন স্কুল পরিচালনা কমিটির সভাপতি মোঃ জাফর শরীফ। সংবর্ধনা সভায় প্রধান অতিথি ছিলেন গৌরনদী পৌরসভার মেয়র মোঃ হারিছুর রহমান হারিছ। বিশেষ অতিথি ছিলেন পৌর নাগরিক কমিটির সাধারন সম্পাদক জহুরুল ইসলাম জহির, পৌর আ’লীগের সাধারন সম্পাদক কবির হোসেন খান, স্কুল পরিচালনা কমিটির সদস্য ও বিশিষ্ট শিক্ষানুরাগী শরীফ জহির সাজ্জাত হান্নান, শাহিনা আক্তার খান, আলোকিত সময়ের সম্পাদক খোকন আহম্মেদ হীরা, বার্তা সম্পাদক মণীষ চন্দ্র বিশ্বাস, গৌরনদী কিন্ডার গার্টেনের অধ্যক্ষ ঝর্না দাস লাবনী, সাংবাদিক সৈয়দ নকিবুল হক, রফিকুল ইসলাম সবুজ। বক্তব্য রাখেন স্কুলের প্রধান শিক্ষক আব্দুস সালাম, সরকারি গৌরনদী কলেজ ছাত্রলীগের সহসভাপতি লুৎফর রহমান দিপ, স্কুলের সহকারী শিক্ষক স্বপ্না আক্তার, জেসমিন আক্তার, মাসুম মিয়া, রফিকুল ইসলাম, অভিভাবক শরীফ জসিম উদ্দিন প্রমুখ। শেষে স্কুলের মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা, বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগীতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

গৌরনদীর আল-হেলাল একাডেমীর মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা