নিজস্ব সংবাদদাতা ॥ ক্লাশে অনুপস্থিত হওয়ার কারনে প্রধান শিক্ষক কর্তৃক এক ছাত্রকে বেত্রাঘাত করে গুরুতর আহত করার অভিযোগ ওই প্রধান শিক্ষকের সাত হাজার টাকা জরিমানা করা হয়েছে। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার সন্ধ্যায় বরিশালের বাকেরগঞ্জ উপজেলার দুধল জিপিএস মাধ্যমিক বিদ্যালয়ে।
প্রত্যক্ষদর্শী ও আহত সূত্রে জানা গেছে, ওই স্কুলের নবম শ্রেনীর ছাত্র সজিব হাওলাদারকে (১৪) ক্লাশে অনুপস্থিত থাকার অজুহাতে বিদ্যালয়ের প্রধান শিক্ষক আহসান হাবিব মোল্লা গত ১৬ মার্চ বেত্রাঘাত করে গুরুতর আহত করে। স্কুল ছাত্র সজিবকে গুরুতর অবস্থায় প্রথমে বাকেরগঞ্জ উপজেলা হাসপাতালে ও পরে অবস্থার অবনতি হলে বরিশাল শেবাচিম হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় স্কুল ছাত্রের অভিভাবক উপজেলার সুন্দরকাঠী গ্রামের আব্দুস সোবাহান হাওলাদার গত ১৯ মার্চ উপজেলা নির্বাহী অফিসার, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ও থানার অফিসার ইনচার্জ ওসির বরাবরে লিখিত অভিযোগ দায়ের করেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা বিষয়টি তদন্তের জন্য মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার কাছে প্রেরণ করেন। এ নিয়ে বৃহস্পতিবার সন্ধ্যায় শিক্ষা কর্মকর্তার অফিসে মীমাংসা বৈঠকের আয়োজন করা হয়। বৈঠকে প্রধান শিক্ষক আহসান হাবিব মোল্লাকে চিকিৎসার ব্যয় বাবদ সাত হাজার টাকা জরিমানা করা হয়। আহত স্কুল ছাত্রের অভিভাবক আব্দুস সোবাহান উল্লেখিত ঘটনার সত্যতা স্বীকার করেছেন।