বরিশালে ঝরে যাচ্ছে আমের মুকুল

স্টাফ রিপোর্টার ॥ ঘণ কুয়াশার পর এবার বৃষ্টির অভাবে প্রচন্ড তাপদাহের কারণে বরিশালে শুকিয়ে ঝরে পরছে আমের মুকুল। ফলে মুকুল ও গুটি শূন্য হয়ে পড়েছে আম গাছগুলো।

জেলার বিভিন্ন উপজেলার কৃষকেরা জানিয়েছেন, মৌসুমের শুরুতে মুকুলে মুকুলে ঢেকে ছিল আম গাছগুলো। সে সময় আশা করা হয়েছিলো এ বছর আমের উৎপাদন ভাল হবে। কিন্তু না, শীত মৌসুমে অব্যাহত ঘণ কুয়াশা ও বর্তমানে বৃষ্টির অভাবে প্রচন্ড তাপদাহের কারণে আমের মুকুল শুকিয়ে গত কয়েকদিন ধরে ঝরে পরছে। ইতোমধ্যে শতকরা ৭০ থেকে ৮৫ ভাগ মুকুল ঝরে গেছে। গাছে গাছে মুকুলের পরিবর্তে এখন শোভা পাচ্ছে বোঁটা। সূত্রমতে, মুকুল থেকে আমের গুটি বের হওয়ার আগেই মুকুলগুলো শুকিয়ে কালো কালো দানা হয়ে ঝরে যাচ্ছে। ফলে গত বছরের ন্যায় এবারও আমের তেমন ফলন হবে না। গৌরনদী উপজেলা কৃষি সম্প্রসারন অধিদপ্তরের উপ-সহকারি কৃষি কর্মকর্তা মোঃ সিরাজুল ইসলাম সিরাজ বলেন, ঘণ কুয়াশার পর বর্তমানে প্রচন্ড তাপদাহের মধ্যে সঠিকভাবে আম গাছের পরিচর্যা না করার কারণেই আমের মুকুল শুকিয়ে ঝরে যাচ্ছে। যে কারনে এবার ফলন অনেক কম হবে। তিনি আরো বলেন, এলাকার কৃষকেরা খুব একটা সচেতন না। ফলে ইতোমধ্যে আমি কয়েকটি এলাকা পরিদর্শন করে আম গাছে ¯েপ্র ও সেচ দিয়ে এসেছি। বাড়ির গৃস্থরা সঠিক মতো ¯েপ্র ও সেচ দিয়ে রাখলে আমের গুটি অনেকটাই টিকিয়ে রাখা সম্ভব হবে বলেও তিনি উল্লেখ করেন।