Menu Close

গৌরনদী-আগৈলঝাড়া সমাজ কল্যাণ ঐক্য পরিষদের বাৎসরিক সম্মেলণ

নিজস্ব সংবাদদাতা ॥ গৌরনদী-আগৈলঝাড়া সমাজ কল্যাণ ঐক্য পরিষদের বাৎসরিক সম্মেলণ অনুষ্ঠিত হয়েছে। জানাগেছে, শনিবার সকালে উপজেলার উত্তর চাঁদশি গ্রামে  মোঃ শাহ আলম খলিফার সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি ছিলেন আলহাজ্ব মিয়া আব্দুল খালেক। বিশেষ অতিথি ছিলেন মোঃ লাল মিয়া, আ. জলিল খলিফা, মো. মনিরুজ্জামান, অধ্যাপক আকন মোঃ কামরুজ্জামান, সম্মেলনে বক্তব্য রাখেন, গৌরনদী-আগৈলঝাড়া সমাজ কল্যাণ ঐক্য পরিষদের সভাপতি আব্দুস সালাম, সহ সভাপতি কে.এম আজাদ রহমান, সাধারণ সম্পাদক মোঃ শফিকুর রহমান, কোষাধ্যক্ষ মো. হাবিল খলিফা। এছাড়াও বক্তব্য রাখেন, বাবুল খলিফা, মজিবর রহমান, আজিজ খলিফা, কেএম হারুন অর রশিদ, শাহজাহান প্রমূখ। সম্মেলনে বিগত বছরের আয় ব্যায়ের হিসাব উপস্থাপন করেন সাধারণ সম্পাদক শফিকুর রহমান। সম্মেলনে সর্বসম্মতিক্রমে ১৫ সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটি গঠণ করা হয়।

Related Posts