নিজস্ব সংবাদদাতা ॥ মহামান্য রাষ্ট্রপতি প্রয়াত মোঃ জিল্লুর রহমানের স্মরণ সভা ও মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনায় গতকাল শনিবার সকালে আগৈলঝাড়া উপজেলা আ’লীগ ও তার সহযোগী সংগঠনের উদ্যোগে শোক র্যালী শেষে উপজেলা আ’লীগের সভাপতি ইউসুফ মোল্লার সভাপতিত্বে স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
স্মরণ সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক যতীন্দ্র নাথ মিস্ত্রী, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাত, অধ্যাপক লিয়াকত আলী হাওলাদার, ভাইস চেয়ারম্যান জসিম সরদার, উপজেলা কৃষকলীগের সভাপতি আব্দুর রশিদ শিকদার, সাধারন সম্পাদক রমনী কান্ত সরকার, উপজেলা শ্রমিকলীগের সভাপতি লিটন তালুকদার, মহিলা আওয়ামীলীগের নেত্রী পেয়ারা ফারুখ বখতিয়ার, ছাত্রলীগ নেতা কামরুজ্জামান সেরনিয়াবাত আজাদ প্রমূখ। অপরদিকে উপজেলার রাজিহার মাধ্যমিক বিদ্যালয়ে ম্যানেজিং কমিটির সহ সভাপতি ও ইউপি সদস্য লিটন হাওলাদারের সভাপতিত্বে অনুরূপ স্মরণসভা অনুষ্ঠিত হয়।