নিজস্ব সংবাদদাতা ॥ ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার অভিযোগে শাহবাগ প্রজন্ম চত্বরের সমন্বয়কারী ডাঃ ইমরান এইচ সরকারসহ আট ব্লগারের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। সোমবার চীফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতের আইনজীবি সুলতান আহম্মেদ খান বাদি হয়ে মামলাটি দায়ের করেন। মামলায় ডাঃ ইমরান এইচ সরকার ছাড়াও মামলার অপর আসামিরা হচ্ছেন-ব্লগার আসিফ মহিউদ্দিন, আরিফুর রহমান, অমি রহমান পিয়াল, ইব্রাহিম খলিল, বিপ্লব, হাসান ও আরিফ জেবতিক।
বাদি পক্ষের আইনজীবি এ্যাডভোকেট মজিবর রহমান নান্টু জানান, চীফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতের বিচারক মাসুদুর রহমান বাদিকে যথারিতী পরীক্ষা করেন এবং তার বক্তব্য শোনেন ও জবানবন্দি লিপিবদ্ধ করেন। পরে পরবর্তী আদেশের জন্য ২৭ মার্চ তারিখ ধার্য করেছেন।