নিজস্ব সংবাদদাতা ॥ দেশের সকল যুদ্ধাপরাধীদের ফাঁসির দাবি নিয়ে বরিশালের গৌরনদীতে বিভিন্ন কর্মসুচির মাধ্যমে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালন করা হয়েছে।
এ উপলক্ষে উপজেলা প্রসাশনের উদ্যোগে সূযোদয়ের সাথে সাথে ২১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসের সুচনা শেষে সকালে পুলিশ, আনসার, ফায়ারসার্ফিস সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষর্থীদের কুচকাওয়াজ, ডিসপ্লে, সাংস্কৃতিক অনুষ্ঠান ও মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান করা হয়। উপজেলা হলরুমে উপজেলা নির্বাহী অফিসার দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহ আলম খান। বিশেষ অতিথি ছিলেন গৌরনদী সার্কেলের সহকারী পুলিশ সুপার কামরুজ্জামান, গৌরনদী থানার ওসি মোঃ আবুল কালাম, পৌর নাগরিক কমিটির সাধারন সম্পাদক ও গৌরনদী বিআরডিবির সাবেক চেয়ারম্যান সাংবাদিক জহুরুল ইসলাম জহির, গৌরনদী বিআরডিবির চেয়ারম্যান মনির হোসেন মিয়া, উপজেলা ভারপ্রাপ্ত মুক্তিযোদ্ধা কমান্ডার মনিরুল ইসলাম। অপর দিকে সকালে গৌরনদী উপজেলা ও পৌর জাকের পার্টির উদ্যোগে র্যালী বের করা হয়। র্যালীটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে কেন্দ্রীয় শহীদ মিনারে শহীদ মুক্তিযোদ্ধাদের স্মরনে পু®পমাল্য অর্পন করেন। এ সময় বক্তব্য রাখেন উপজেলা জাকের পার্টির সাধারন সম্পাদক জয়নাল আবেদ্দীন সরদার, পৌর সাধারন সম্পাদক নুরু মুন্সী প্রমুখ।