গৌরনদী গার্লস হাই স্কুল এন্ড কলেজে বিশ্বকাপ কুইজে ছাত্রীদের বাঁধ ভাঙ্গা উল্লাস

যে ছাত্রী উত্তর দিলো সে মনে হচ্ছিলো ব্রাজিলের সমর্থক। তার উত্তর ছিলো আর্জিনা। বিশ্ব কাপের ইতিহাসে সবচেয়ে বেশি গোলের ব্যবধানে জিতেছে কোন দল?-এরকম কঠিন প্রশ্নের সঠিক উত্তর দিয়েও ছাত্রীরা জিতে নিয়েছে পুরস্কার। একে একে ৫জন সঠিক উত্তরদাতা পেল ফুটবল, কুইজের মাধ্যমে নির্বাচিত ৭০ জন ছাত্রীকে দেয়া হলো ৭০টি টি শার্ট ও ১০ জনকে দেয়া হলো ক্যাপ। এছাড়াও প্রত্যেকের জন্য ছিলো ষ্টিকার যার প্রতিটির মধ্যেই ছিলো ম্যারাডোনার স্বাক্ষর। এরপূর্বে কালের কন্ঠ গৌরনদী শাখার প্রধান উপদেষ্ঠা ও কালের কন্ঠের গৌরনদী প্রতিনিধি মোঃ গিয়াস উদ্দিন মিয়া অধ্যক্ষ মীর আব্দুল আহসানের হাতে কালের কন্ঠের পক্ষ থেকে একটি দেয়াল ঘরি তুলে দেন। কুইজ অনুষ্ঠান শেষে স্কুল এন্ড কলেজ মাঠের নারিকেল গাছের নিচে পুরস্কার হাতে নিয়ে বিজয়ী প্রতিযোগীরা উল্লাস করতে থাকে। এসময় এক আলোচনা সভায় কলেজের অধ্যক্ষ মীর আব্দুল আহসান আজাদের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন কালের কন্ঠের বরিশাল অফিস প্রধান রফিকুল ইসলাম। বক্তব্য রাখেন উপজেলা বিআরডিবির চেয়ারম্যান জহুরুল ইসলাম জহির, সহকারি প্রধান শিক্ষক লক্ষন চন্দ্র দে, প্রভাষক সানাউল হক, আব্দুল আউয়াল, সহকারি অধ্যাপক জহরলাল পাল, নির্মল চন্দ্র হালদার, সহকারি শিক্ষক কমল কৃষ্ণ হালদার, প্রনতি দেবনাথ, সুপার মেরিট ক্লাবের সভাপতি শারমিন আক্তার সুইটি, নওরিন ইসলাম বন্যা, প্রজ্ঞা রায়, কালের কন্ঠের শুভ সংঘের গৌরনদী উপজেলা শাখার সহসভাপতি মহিউদ্দিন, সাংবাদিক মনীষ বিশ্বাস প্রমুখ। পুরো অনুষ্ঠানটি উপস্থাপনা করেন কালের কন্ঠ শুভ সংঘের গৌরনদী শাখার প্রধান উপদেষ্ঠা ও কালের কন্ঠের গৌরনদী প্রতিনিধি মোঃ গিয়াস উদ্দিন মিয়া। প্রধান অতিথি রফিকুল ইসলাম তার বক্তব্যে বলেন, সমাজের শুভ কাজে কালের কন্ঠ সবার মাঝে। অধ্যক্ষ মীর আব্দুল আহসান তার বক্তব্যে বলেন, সুপার মেরিট ক্লাব গঠনের মাধ্যমে অমনযোগী ছাত্রীরা আজ পাঠদানে মনোযোগী হয়েছে। এজন্য তিনি কালের কন্ঠের কর্তৃপক্ষকে ধন্যবাদ জ্ঞাপন করেন।