নিজস্ব সংবাদদাতা ॥ বরিশালের গৌরনদী উপজেলার বাটাজোর বাসস্ট্যান্ড থেকে শুক্রবার দুপুরে ৪০পিস ইয়াবা ট্যাবলেটসহ মাদক বিক্রেতা আব্দুস সালাম সরদার ওরফে কসাই সালামকে (৩৩) গ্রেফতার করেছে পুলিশ।
গৌরনদী থানার ওসি আবুল কালাম জানান, পৌর এলাকার দক্ষিন বিজয়পুর গ্রামের আইয়ুব আলী সরদারের পুত্র আব্দুস সালাম সরদার ওরফে কসাই সালাম। শুক্রবার দুপুরে সালাম নম্বরবিহীন একটি মটরসাইকেলযোগে উজিরপুর উপজেলা সদরে যাচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে দুপুর সোয়া ১২টার দিকে থানার একদল পুলিশ বাটাজোর বাসস্ট্যান্ডে মটরসাইকেলটির গতিরোধ করে। এসময় মটরসাইকেলটিতে তল্লাশী চালিয়ে সিটের নিচ থেকে ৪০পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার ও মাদক বিক্রেতা কসাই সালামকে গ্রেফতার করে। এ ঘটনায় থানার এস.আই সোলায়মান মাহামুদ বাদি হয়ে আব্দুস সালাম সরদারকে আসামি করে মাদকদ্রব্য আইনে থানায় মামলা দায়ের করেন।