নিজস্ব সংবাদদাতা ॥ বরিশালের উজিরপুর উপজেলার গুঠিয়া আইডিয়াল ডিগ্রি কলেজের এইচ.এস.সি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠান গতকাল শুক্রবার সকালে অনুষ্ঠিত হয়েছে।
এ উপলক্ষ্যে কলেজ মিলনায়তনে অধ্যক্ষ এস.এম তাইজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের ভাইসচেয়ারম্যান মোঃ শাহজাহান হোসেন মাষ্টার। বিশেষ অতিথি ছিলেন বিশিষ্ট সাংবাদিক শামচুল আলম জুলফিকার। বক্তব্য রাখেন প্রভাষক আঃ রহমান খান, তাপস কুমার হালদার, তোফাজ্জেল হোসেন, মিজানুর রহমান, সহকারী অধ্যাপক হোসেন জাহান প্রমুখ। শেষে কলেজের ৩৯৭ জন বিদায়ী পরীক্ষার্থীদের সর্বাঙ্গীণ সাফল্য ও উন্নতী কামনা করে দোয়া-মোনাজাত করা হয়।