বাবুগঞ্জ সংবাদদাতা ॥ বরিশালের বাবুগঞ্জ উপজেলা রিপোর্টার্স ইউনিটির নবনির্মিত ভবনের ভিত্তি প্রস্তর শনিবার সকাল সাড়ে ১১টার সময় উদ্বোধন করা হবে।
বরিশাল জেলা পরিষদের বাস্তবায়নে ৬ লাখ টাকা ব্যায়ে এই নির্মান কাজের উদ্বোধন করবেন বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির সভাপতি শিক্ষা মন্ত্রনালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও ঢাকা-৮ আসনের এমপি রাশেদ খান মেনন।উপজেলার রহমতপুর বন্দর বাজারে ভিত্তি প্রস্তর অনুষ্ঠানে যথা সময়ে উপজেলা রিপোর্টার্স ইউনিটির সকল সদস্যরা সহ সাংবাদিকদের উপস্থিত থাকার জন্য অনুরোধ করেছেন রিপোর্টার্স ইউনিটির সভাপতি শাহজাহান খান ও সাধারন সম্পাদক আরিফ হোসেন।