নিজস্ব সংবাদদাতা ॥ প্রতিবছরের ন্যায় এ বছরও ব্যাপক আয়োজনের মধ্যদিয়ে প্রায় সাড়ে চার’শ বছরের পুরনো দেশের একমাত্র ঐতিহ্যবাহী বরিশালের গৌরনদী উপজেলার বার্থী তাঁরা মায়ের মন্দিরে দু’দিনব্যাপী বাৎসরিক পূজা ও গ্রামীণ মেলা শুরু হচ্ছে শনিবার শেষ হয়েছে।
এ উপলক্ষ্যে বরিশাল-ঢাকা মহাসড়কের পাশ্ববর্তী বার্থী বাসষ্ট্যান্ডে অবস্থিত ঐতিহ্যবাহী বার্থী তাঁরা মায়ের মন্দিরসহ পাশ্ববর্তী এলাকাকে সাজানো হয়েছে অপরূপ সাজে। বাৎসরিক পূজা উপলক্ষ্যে প্রতিবছরের ন্যায় এবছরও ভারতসহ দেশের বিভিন্নস্থানের লাখো ভক্তের সমাগম ঘটেছে। পূর্জা উপলক্ষ্যে ধর্মীয় অনুষ্ঠান, ধর্মীয় সাংস্কৃতিক প্রতিযোগীতাসহ তাঁরা মায়ের জীবনীর ওপর স্বরচিত সংগীত প্রতিযোগীতার আয়োজন করা হয়েছে।