নিজস্ব সংবাদদাতা ॥ বরিশালের আগৈলঝাড়ায় পানবরজে বিষ প্রয়োগ করে ১০লক্ষাধিক টাকার ক্ষতি করেছে অজ্ঞাত দুস্কৃতিকারীরা। এতে সর্বশান্ত হয়েছে পানচাষী।
স্থানীয়সূত্রে জানা গেছে, উপজেলার গৈলা গ্রামের পানচাষী নির্মল চৌধুরীর পানবরজে অজ্ঞাতনামা দুস্কৃতিকারীরা বিষ প্রয়োগ করলে দু’শতাধিক পানবরজ সম্পূর্ণ নষ্ট হয়ে যায়। চাষী নির্মল চৌধুরীর সন্দেহ হলে পানবরজের লতা ও মাটি গতকাল উপজেলা কৃষি অফিসে নিয়ে এলে উপজেলা কৃষি কর্মকর্তা মো. তাজুল ইসলাম পরীক্ষা করে পানবরজে বিষ প্রয়োগ করা হয়েছে বলে জানান। এতে ওই পানচাষীর ১০লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে। পানচাষী নির্মল চৌধুরী জানান, এনজিও থেকে ঋণ নিয়ে পানবরজ তৈরি করেছিলাম। পানবরজের ক্ষতি হওয়ার ফলে অর্থনৈতিকভাবে চরম ক্ষতিগ্রস্থ হয়েছি। এখন কিভাবে এনজিও’র ঋণ পরিশোধ করব তা নিয়ে চিন্তায় পরেছি।