সমাজের সুবিধা বঞ্চিতদের জীবনযাত্রার মানোন্নয়নে ব্যাংক ব্যবস্থা প্রশংসনীয় দৃষ্টান্ত স্থাপন করেছে -এ্যাড. বলরাম পোদ্দার

নিজস্ব সংবাদদাতা ॥ অগ্রনী ব্যাংক লিমিটেডের পরিচালক, জনতা ব্যাংক লিমিটেডের সাবেক পরিচালক ও ছাত্রলীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সাবেক সিনিয়র সহসভাপতি এ্যাডভোকেট বলরাম পোদ্দার বলেছেন, জনতা ব্যাংক সামাজিক দায়বদ্ধতা কর্মসূচী (সিএসআর) আওয়াতায় সমাজের সুবিধা বঞ্চিতদের ভ্যান বিতরনের মাধ্যমে তাদের জীবনযাত্রার মানোন্নয়নে ব্যাংক ব্যবস্থার এক অভূতপূর্ব ও প্রশংসনীয় দৃষ্টান্ত স্থাপন করেছে। সমাজের অবহেলিত খাতগুলোকে উজ্জীবিত করা এবং নিম্ন আয়ের মানুষের জন্য উৎপাদনমুখী কর্মসূচী পরিচালনার মাধ্যমে একটি মানবিক ব্যাংক ব্যবস্থা গড়ে তোলার লক্ষে সিএসআরকে মূল কাজের সঙ্গে সম্পূক্ত করা হয়েছে। আজ রবিবার বিকেলে জনতা ব্যাংক লিমিটেডের উদ্যোগে বিনা মূল্যে দুস্তদের মাঝে ভ্যান বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বত্তৃতাকালে তিনি এ কথা বলেন।

গৌরনদী উপজেলার জনতা ব্যাংক ভুরঘাটা কার্যালয়ের মাঠে এক আলোচনা সভা স্থানীয় শাখা ব্যবস্থাপক নিবাস চন্দ্র দাসের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন জনতা ব্যাংক বিভাগীয় অফিসের মহাব্যবস্থাপক জাফর আহম্মেদ, উপ-মহাব্যবস্থাপক শহীদুল ইসলাম, আলতাফ হোসেন। বক্তব্য রাখেন খাঞ্জাপুর ইউনিয়নের চেয়ারম্যান আকন ছিদ্দিকুর রহমান, সমাজ সেবক মতলেব মাতুব্বর, অখিল চন্দ্র দাস, সোহেল ফকির প্রমুখ। শেষে ১৮ জন অসহায় দুস্তকে বিনামূল্যে ভ্যান বিতরন করেন।

সমাজের সুবিধা বঞ্চিতদের জীবনযাত্রার মানোন্নয়নে ব্যাংক ব্যবস্থা প্রশংসনীয় দৃষ্টান্ত স্থাপন করেছে -এ্যাড. বলরাম পোদ্দার