বাবুগঞ্জ উপজেলা পরিষদ চত্বরে বোমা আতঙ্ক

নিজস্ব সংবাদদাতা ॥ বরিশালের বাবুগঞ্জ উপজেলা পরিষদ চত্বর থেকে রবিবার সকালে দুটি বোমা উদ্ধার করেছে পুলিশ। এ সময় পুরো এলাকাজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে উদ্ধার করা বোমা দুটি নিস্ক্রিয় করতে গিয়ে দেখা গেছে ওই দুটি কৌটায়ই বালু দিয়ে ভর্তি। এ সময় স্থানীয় সংসদ সদস্য গোলাম কিবরিয়া টিপু, বরিশাল মেট্রোপলিটন পুলিশের সহকারী পুলিশ কমিশনার মাহমুদুল হক, বিমানবন্দর থানার ওসি মোঃ সহিদসহ পুলিশ ও র‌্যাব-৮’র সদস্যরা উপস্থিত ছিলেন।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, রবিবার সকালে বাবুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা বাকাহিত হোসেনের সরকারি বাসভবনের প্রধান ফটকে দুটি বোমা সুদৃশ্য বস্তু দেখতে পায় ওই বাসার নৈশপ্রহরী। পরে খবর পেয়ে পুলিশ ও র‌্যাব সদস্যরা ঘটনাস্থল থেকে টেপ মোড়ানো বোমা সুদৃশ্য বস্তু দুটি উদ্ধার করে। পরে ওই দুটি বস্তু খুলেই শুকনো বালু পাওয়া যায়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ বাকাহিত হোসেন ঘটনার সত্যতা স্বীকার করেছেন। একটি চক্র এলাকায় আতঙ্ক সৃষ্টি করার জন্য এ ঘটনা ঘটাতে পারে বলেও জানিয়েছেন পুলিশের উর্ধ্বতন কর্মকর্তারা। তবে এ ঘটনার সাথে জড়িতদের গ্রেফতারের জন্য চেষ্টা চলছে বলেও তারা উল্লেখ করেন।